কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনাকালেও হাওরে চলছে উন্নয়ন কাজ, নদী পুনঃখনন উদ্বোধন করলেন এমপি তৌফিক

 স্টাফ রিপোর্টার | ৭ জুন ২০২০, রবিবার, ১০:৪৯ | ইটনা  


করোনাকালেও থেমে নেই কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড। হাওরের সড়ক অবকাঠামোসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে ইটনা উপজেলার চৌঙ্গাগা ইউনিয়নের গৌর বাঁকা নদীর সাড়ে ৭ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রোববার (৭ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিফলক উন্মোচন করে তিনি গৌর বাঁকা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

এ সময় ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৮ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে গৌর বাঁকা নদীর সাড়ে ৭ কিলোমিটার পুনঃখনন কাজটি করা হচ্ছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কাজটি বাস্তবায়ন করছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর