কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ব্যাংক এশিয়ার তাড়াইল শাখা লকডাউন

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ২৪ জুন ২০২০, বুধবার, ৫:৪৬ | তাড়াইল  


ব্যাংক এশিয়ার এক কর্মকর্তা ও তাঁর স্বাস্থ্যকর্মী স্ত্রী করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় কিশোরগঞ্জের তাড়াইলে ব্যাংক এশিয়ার শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া শাখায় কর্মরত ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনা পরিস্থিতির সংক্রমণ ঠেকাতে ব্যাংক এশিয়া লিমিটেড এর প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক তাড়াইল শাখা ২৩ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে এই মর্মে ব্যাংক এশিয়ার তাড়াইল শাখা লকডাউনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাংক এশিয়ার শাখা ব্যবস্থাপক মো. সারোয়ার খান সুমন কিশোরগঞ্জ নিউজকে জানান, তাঁদের শাখার একজন জুনিয়র অফিসার মো. সেলিম রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা সদরে তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৩ জুন) থেকে তাড়াইল উপজেলা সদরে অবস্থিত ব্যাংক এশিয়া তাড়াইল শাখা লকডাউন করা হয়েছে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ ব্যাংক এশিয়া তাড়াইল শাখা লকডাউন ঘোষণার সত্যতা নিশ্চিত করেন।

প্রশাসনের পক্ষ থেকে ওই শাখা লকডাউন করে ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর