যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের কৃতী সন্তান মো. ওয়াহিদুল ইসলাম কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
এর আগে মাদারীপুরের জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে গত ৫ জুন তাঁকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
মাদারীপুরে জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা, সফলতা ও কৃতিত্বের সাথে মো. ওয়াহিদুল ইসলাম গত ১১ই মে তিন বছর পূর্ণ করেছেন। অত্যন্ত দক্ষতার সাথে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে তিনি সেখানে প্রশংসিত হয়েছেন।
জেলার জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করে মাদারীপুর জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন রেখেছেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামের কালিকা সরকার বাড়ির শিক্ষা পরিবারের জনক মরহুম আব্দুল হামিদ ও আনোয়ারা বেগমের বীর সন্তান মো. ওয়াহিদুল ইসলাম।
৯ ভাই ও ২ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যক্তি জীবনে তিনি একজন বিনয়ী ও সাদা মনের মানুষ।
সততা, আদর্শ এবং নিষ্ঠার সাথে নিরলসভাবে তিনি সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।