কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইল প্রাতিষ্ঠানিক ডেলিভারী নিশ্চিত করণে ফিস্টুলা বিষয়ে অবহিতকরণ সভা

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ১ জুলাই ২০২০, বুধবার, ৭:৩৯ | তাড়াইল  


‘জানতে হবে মানতে হবে’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে প্রাতিষ্ঠানিক ডেলিভারী নিশ্চিত করণে ফিস্টুলা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাছ হোসেন।

প্রাতিষ্ঠানিক ডেলিভারী নিশ্চিত করুন ফিস্টুলা থেকে মুক্ত থাকুন এই প্রতিপাদ্যের উপর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বদরুল হাসান রনি ‘ফিস্টুলা’ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে বক্তব্য রাখেন।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আবদুর রউফ তালুকদারের উপস্থাপনায় অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা-কর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর