কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে নিম্নাঞ্চল প্লাবিত, নির্মাণাধীন রাস্তা হুমকিতে

 বিজয় কর রতন, মিঠামইন | ৪ জুলাই ২০২০, শনিবার, ৭:৫৩ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিভিন্ন হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ছোট-বড় অন্তত ১০টি পুকুর তলিয়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিরক্ষা দেয়াল, স্থাপনা এবং সড়ক-বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ঘাগড়া-কেওয়ারজোড় অলওয়েদার সড়কে বিভিন্ন স্থানে পানি প্রবল চাপে ফাটল ধরে রাস্তা ভেঙ্গে পানি চলাচল করছে।

ঘাগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কেওয়ারজোড় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পানিতে ভাসছে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানই হুমকির মুখে।

ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরক্ষা দেওয়াল হুমকির মুখে। মিঠামইনে চমকপুর বেড়িবাধ ভেঙ্গে ও প্লাবিত হয়ে পানি ভেতরে ঢুকছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ ফসল রক্ষার বাঁধ হুমকিতে রয়েছে।

অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় অন্তত ১০টি মাছ চাষের পুকুর, ছোট কালভার্ট ও শ্মশান তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ঘর বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর