কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাইপগান ও ছোরাসহ মিঠামইনের দুর্ধর্ষ ডাকু মানিক র‌্যাবের হাতে আটক

 স্টাফ রিপোর্টার | ৫ জুলাই ২০২০, রবিবার, ৬:৪১ | অপরাধ 


কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে একটি পাইপগান ও একটি ছোরাসহ মিঠামইনের দুর্ধর্ষ ডাকু মানিক মিয়া (২৫) কে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

রোববার (৫ জুলাই) সকালে জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অপারেশনাল টিমের নেতৃত্ব দেন র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।

পাইপগান ও ছোরাসহ আটক হওয়া মানিক মিয়া জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামের আবুবকরের ছেলে।

তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিঠামইন থানার চিহ্নিত ডাকাত মানিক মিয়া করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকায় অবস্থান করছে এবং সেখান থেকে নিয়মিতভাবে বিভিন্ন ডাকাতি ও গরু চুরিতে অংশগ্রহণ করছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য চিহ্নিত এই ডাকাতকে আটকের জন্য র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে র‌্যাব সুতারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পাইপগান ও একটি ছোরাসহ দুর্ধর্ষ এই ডাকাতকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে।

এ ব্যাপারে পাইপগান ও ছোরাসহ আটক হওয়া মানিক মিয়ার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর