কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাবের অভিযান, সাত জুয়াড়ি আটক

 স্টাফ রিপোর্টার | ১১ জুলাই ২০২০, শনিবার, ৪:২০ | অপরাধ 


কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ সাত জুয়াড়িকে আটক করেছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চং শোলাকিয়া এলাকায় এক আমেরিকা প্রবাসীর নির্মাণাধীন বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, মো. ওসমান গণি  (৫৫), মো. খসরু ভূইয়া (৪৫), মো. মাসুদ রানা (৪২), মো. নজরুল ইসলাম (৫০), মো. আব্দুস সালাম (৩১), মো. কবির মিয়া (২২) ও মো. লালন মিয়া (২২)।

তাদের মধ্যে মো. ওসমান গণি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ বাজারির ছেলে, মো. খসরু ভূইয়া একই গ্রামের মৃত আব্দুল হামিদ ভূইয়ার ছেলে, মো. মাসুদ রানা একই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে, মো. নজরুল ইসলাম গালিম গাজী গ্রামের মৃত রহিম বক্সের ছেলে, মো. আব্দুস সালাম পার্শ্ববর্তি কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাত্রা পাড়া গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে, মো. কবির মিয়া দক্ষিণ হাত্রাপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও মো. লালন মিয়া গালিম গাজী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চং শোলাকিয়ায় জনৈক আমেরিকা প্রবাসী তোফায়েল হোসেন এর নির্মাণাধীন বাড়ির ভেতরের কক্ষে কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জুয়ার আসরটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জুয়া খেলার নগদ ৩৬ হাজার ৫৮৫টাকা ও দুই বান্ডিল তাস’সহ মো. ওসমান গণি, মো. খসরু ভূইয়া, মো. মাসুদ রানা, মো. নজরুল ইসলাম, মো. আব্দুস সালাম, মো. কবির মিয়া ও মো. লালন মিয়া নামের সাত জুয়াড়িকে আটক করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর