কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচর থানাকে দালাল ও টাউট মুক্ত করার ঘোষণা নবাগত ওসি'র

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৬:০৭ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুলিয়ারচর থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম সুলতান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কুলিয়ারচর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম সুলতান মাহমুদ কুলিয়ারচর থানাকে দালাল ও টাউট মুক্ত করার ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এই এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য কোন টাকা পয়সা  দিতে হবে না। অসহায় মানুষ অভিযোগ নিয়ে থানায় আসলে আমাদের পুলিশ বিনা পয়সায় অভিযোগ লিখে দিবে।

এ সময় তিনি দায়িত্ব পালনকালে সকলের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহ্ফুজ হাসান ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা পুলিশের ইতিবাচক সব কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে এ কে এম সুলতান মাহমুদ যোগদান করেন। যোগদান করার পর থেকে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ধারাবাহিকভাবে তিনি মতবিনিময় করে যাচ্ছেন।

এসব মতবিনিময় সভায় ওসি এ কে এম সুলতান মাহমুদ থানা এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর