কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৯ জুলাই ২০২০, রবিবার, ১১:১১ | পাকুন্দিয়া  


‘আসুন মা’কে ভালোবাসি, ধুমপান ও মাদককে না বলি’ এই স্লোাগানকে ধারণ করে ধুমপান ও মাদকমুক্ত পাকুন্দিয়া গড়তে কাজ করছে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি।

এ প্রেক্ষিতে ধুমপান ও মাদকমুক্ত শিক্ষিত লোকজনদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) বিকালে হোসেন্দী ইউনিয়ন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়া ও সিনিয়র যুগ্মআহ্বায়ক তরীকুল হাসান শাহীন এ কমিটির অনুমোদন দেন।

হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিনহাজ উদ্দিন আকন্দকে সভাপতি, সহকারী শিক্ষক মো. শামীম হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, সহকারী শিক্ষক আবু হানিফকে সহ-সভাপতি, কনফিডেন্স পাবলিক স্কুলের শিক্ষক ইজাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এস.এম রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়া বলেন, ধুমপান ও মাদকমুক্ত পাকুন্দিয়া গড়তে কাজ করছে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি।

সমাজের শিক্ষিত, সচেতন এবং ধুমপান মুক্ত লোকজনদেরকে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেজন্য প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর