কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চরটেকী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি, শফিক সভাপতি

 স্টাফ রিপোর্টার | ২২ জুলাই ২০২০, বুধবার, ৪:২৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বুধবার (২২ জুলাই) অনুমোদিত চার সদস্যের এই এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. শফিকুল ইসলাম শফিক।

এডহক কমিটির অন্য তিনজন হলেন, সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে শাহ আলম রানা এবং অভিভাবক সদস্য হিসেবে তারিকুল ইসলাম।

এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়া মো. শফিকুল ইসলাম শফিক চরটেকী বন্ধন সোসাইটি'র সভাপতি এবং একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি চরটেকী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে মো. শফিকুল ইসলাম শফিক ৯ জন ভোটারের মধ্যে ৪ জন অভিভাবক সদস্য ও ১ জন শিক্ষক প্রতিনিধির সমর্থন পেলেও কোরাম সংকটের জন্য কমিটি বাতিল হয়ে যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর