কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের মানুষ পানি বন্দি

 মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর | ২৫ জুলাই ২০২০, শনিবার, ৩:২০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের সহস্রাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। এছাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে।

উপজেলার চরাঞ্চলে ইতোমধ্যে অনেক ঘরবাড়ি, ফসলি জমি ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া চরাঞ্চলের রাস্তাঘাট, আমনের বীজতলা, শিক্ষা প্রতিষ্ঠান, মুরগী ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের অধিকাংশ এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। কয়েক বছরের ভাঙ্গন অব্যাহত থাকায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছেন।

ভাঙ্গনের কবলে রয়েছে বসতভিটা, মসজিদ, স্কুল, কবরস্থান ও গাছপালাসহ ফসলি জমি। নদী ভাঙ্গন ও পানিবন্দি মানুষগুলো দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ ব্যাপারে সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান, দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর