কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৬ জুলাই ২০২০, রবিবার, ৪:৩৪ | কটিয়াদী 


‘বিশুদ্ধ ধরণী গড়ার লক্ষ্যে বৃক্ষ অন্যতম নিয়ামক’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকী এবং মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের (BYSO) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কটিয়াদীতে বৃক্ষরোপণ করা হয়েছে।

কনিবার (২৫ জুলাই) ও রোববার (২৬ জুলাই) দুই দিনব্যাপী কটিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয়, বীরনোয়াকান্দি জামে মসজিদ, পশ্চিম বাগরাইট জামে মসজিদ, চরপুক্ষিয়া জামে মসজিদ ও মাদ্রাসা এবং ভোগপাড়া রাস্তার পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের (BYSO) এর সভাপতিমণ্ডলীর সদস্য এবং কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বর্মণ বিরাজ অনির্বাণ, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ইফতিয়ার জাহান ভূইঁয়া আপন, অর্থ বিষয়ক সম্পাদক শান মাহমুদ, পরামর্শক শাহরিয়ার জামান শাকির, যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সম্রাট, কর্মসূচি বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুরাদ ও তারেক আফ্রিদি, সদস্য মাহমুদুল হাসান রাহিম, ফয়েজ আহমেদ প্রিন্স, জুনায়েদ ফকির, শাহরিয়ার রাসেল, জাহিদুল ইসলাম কাকন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনটি ২০১৫ সালের ২৫ জুলাই স্বপ্নবান কিছু তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে এর ১৫টি জেলা শাখা, দুই সহস্রাধিক সক্রিয় সদস্য এবং ১৫০০জন স্বেচ্ছাসেবক রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর