কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নৌকায় করে পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা নিয়ে হাজির আসাদ ডিলার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১১:১৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দুটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানিবন্দি এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসাদুজ্জামান আসাদ ডিলার নামে এক ব্যক্তি। যিনি একজন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে আসাদ ডিলার নিজে নৌকায় করে ওইসব বানভাসি মানুষের ঘরে ঘরে গিয়ে চাল, তেল, সাবান, চিনি ও সেমাই বিতরণ করেন।

এমন দুঃসময়ে বানভাসি মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চরটেংগাবর ও বাহাদিয়া গ্রামের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আসাদুজ্জামান আসাদ ডিলার বলেন, সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। করোনা সংকটে এগারসিন্দুর ইউনিয়নের অসহায়, দুস্থ হাজারো মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছি।

সম্প্রতি ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে চরটেংগাবর ও বাহাদিয়া এলাকার শতশত লোক পানিবন্দি হয়ে নিদারুন কষ্টে রয়েছেন। এমন দুঃসময়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর