কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির বৃক্ষরোপণ

 মো. তরিকুল হাসান, পাকুন্দিয়া | ৩ আগস্ট ২০২০, সোমবার, ২:৪৩ | পাকুন্দিয়া  


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেছে জাঙ্গালিয়া ইউনিয়ন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার চরটেকী উচ্চ বিদ্যালয় ও চরটেকী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চরটেকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক মিলন মেহগনী গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা, জাঙ্গালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি প্রভাষক নুরুজ্জামান, সম্পাদক ও জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, চরটেকী গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, ডিগ্রিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ নাদিম, সেনা কর্মকর্তা রেজাউল করিম বুলবুল, ইউপি সদস্য তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর