কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৮ আগস্ট ২০২০, শনিবার, ৭:০৬ | অষ্টগ্রাম 


“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আলোচনা সভা এবং অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সংলগ্ন সভাকক্ষে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সায়েদ।

আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে বঙ্গমাতার জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা এবং ৬ জন অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি জীবনময় শীল।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

পুরো আগস্ট মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচী চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর