কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চিকিৎসকদের জন্য ফেইস শিল্ড হস্তান্তর

 স্টাফ রিপোর্টার | ১২ আগস্ট ২০২০, বুধবার, ১১:৩৮ | স্বাস্থ্য 


করোনা রোগীদের নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কিশোরগঞ্জের চিকিৎসকদের জন্য ফেইস শিল্ড প্রদান করেছে সোনালী ব্যাংক। কেন্দ্রীয় সোনালী ব্যাংক লিমিটেডের সরবরাহকৃত এসব স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বুধবার (১২ আগস্ট) হস্তান্তর করা হয়েছে।

এসব স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের মধ্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫০ পিস, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ পিস এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ পিস হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম ফজলুল হকের নেতৃত্বে ব্যাংকের এজিএম জাহাঙ্গীর আলম সিদ্দিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল হাশেম তিনটি হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের কাছে এসব সরঞ্জাম তুলে দেন।

এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ.ন.ম. নৌশাদ খান এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিবরুল বারী খান ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে এগুলো বুঝে নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর