কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে নবনির্মিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন এমপি তৌফিক

 বিজয় কর রতন, মিঠামইন | ১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১:০৯ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের নওয়াবাদ গ্রামে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাস্টার কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (১৭ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকটির নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএনও প্রভাংশু সোম মহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফী,  ওসি মো. জাকির রব্বানী, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, ডা. মাহবুবুর রহমান,  ডা. হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহীম মিয়া, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, লায়ন মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন খন্দকার, বৈরাটি ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি তাঁর বক্তৃতায় বলেন,  ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকটি আপনাদের সম্পদ। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।

প্রত্যন্ত হাওরের মাঝে এ  ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর সুবিধার্থে আপনাদের চিকিৎসা সেবা এখন দোরগোড়ায় চলে আসছে। এখন আর সাধারণ সমস্যার জন্য কাউকে উপজেলায় যেতে হবে না।

পরে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক পার্শ্ববর্তী বিথংগলের বড় আখড়া পরিদর্শন করেন এবং সেখানে আখড়ার সেবায়তের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর