কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৪৫ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে অনুদান বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২৩ আগস্ট ২০২০, রবিবার, ৭:৩৬ | খেলাধুলা 


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ হতে প্রেরিত অসচ্ছল ক্রীড়া সংগঠক/ক্রীড়াবিদ/খেলোয়াড়/রেফারি/আম্পায়ার এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট কিশোরগঞ্জের ৪৫ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট)  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী অনুদানের টাকা বিতরণ করেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রত্যেককে আর্থিক অনুদান হিসেবে ৭ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার কামাল এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর