কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলের ধলা ইউপি চেয়ারম্যান মবিন করোনায় আক্রান্ত

 আমিনুল ইসলাম বাবুল | ২৮ আগস্ট ২০২০, শুক্রবার, ১১:৩৫ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। গত বুধবার (২৬ আগস্ট) তিনি নমুনা দিয়েছিলেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার (২৬ আগস্ট) তাড়াইল উপজেলায় ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।

রিপোর্টে একজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি ৩নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন।

তাড়াইল উপজেলায় এ পর্যন্ত মোট স্যাম্পল সংগৃহীত হয়েছে ১১ হাজার ২১২ জনের। এর মধ্যে ৬ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।

প্রাপ্ত ফলাফলে মোট ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়া ১০৫ জনের মধ্যে ইতোমধ্যে মোট ৯৪ জন সুস্থ হয়েছেন। এছাড়া একজন মারা গেছেন।

এ উপজেলায় বর্তমানে ১০জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর