কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে সেমিনার ও প্রেসব্রিফিং

 নিকলী সংবাদদাতা | ৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ১১:৩১ | নিকলী  


"জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে এবং  নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না।

এতে নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূইয়া জনি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আলী আকবর, নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ ছাড়াও সাংবাদিক, বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সেমিনার সঞ্চালনা করেন ইউডিএফ দূর্গা রাণী সাহা।

সেমিনারে ভিসা জটিলতা, আকামা জটিলতা, নিরাপদে বিদেশে গমন, জীবিত ও মৃত প্রবাসীর পরিবারদের সরকারিভাবে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার উপর প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর