কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের অপরাধে ৪ লাখ টাকা জরিমানা, তিন ড্রেজার ধ্বংস

 স্টাফ রিপোর্টার | ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও বিপণন রোধে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর আদেশ মোতাবেক বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও বিপণন রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এর মধ্যে জেলার করিমগঞ্জে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং দুইটি ড্রেজার লবণ দিয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জেলার বাজিতপুরে এক লাখ টাকা জরিমানা আদায় এবং একটি ড্রেজারটি বিনষ্ট করা হয়।

বাজিতপুর উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লংঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।

এ সময় ২টি মামলায় উক্ত আইনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ড্রেজারটি বিনষ্ট করা হয়।

বাজিতপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

অন্যদিকে করিমগঞ্জ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা লংঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।

এ সময় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং দুইটি ড্রেজার লবণ দিয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর