কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে লিজন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার | ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৯:০৫ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে রেদওয়ান আহম্মদ খান লিজন (২৮) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুুরে উপজেলার কিশোরগঞ্জ-মরিচখালী সড়কের গুনধর বাজারে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নিহত রেদওয়ান আহম্মদ খান লিজনের স্বজনরা ছাড়াও এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

এ সময় বিক্ষুব্ধরা বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও লিজন হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেষে বিক্ষুব্ধরা রাস্তা অবরোধ করে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত: উপজেলার গুনধর কদিম মাইজহাটি গ্রামের মৃত আমিনুল ইসলাম খান ওরফে আমিন মিয়ার ছেলে রেদওয়ান আহম্মদ খান লিজন রাজধানীর একটি জুতার কারখানার শ্রমিক ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর সকালে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। পরদিন দিবাগত রাতে মোবাইল ফোনে ডেকে নেয়ার পর নিখোঁজ হন লিজন।

পরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী জয়কা পানাহার গ্রামের মাদলের সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লিজনকে হত্যা করা হয়েছে দাবি করে তার স্বজন ও এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর