কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৭:১৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান।

সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসুদুজ্জামান, হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) নুর ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরজাহান বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদনান আখতার, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা করা হয়।

ক্যাম্পেইনে ১৪৪টি ইপিআই কেন্দ্রে ২৯২ জনস্বেচ্ছাসেবী ও ৩৭জন মাঠকর্মী প্রায় ৩২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর