কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় হাতেনাতে বাজিতপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শওকত মিয়া (৫০) সহ চার জুয়াড়িকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নিতারকান্দি এলাকার চান্দু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হচ্ছে, মাসুদ মিয়া (৪৫), আব্দুর রউফ (৪০) ও আল মাসুদ (৪৯)।
তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় জুয়া ছাড়াও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাউন্সিলর শওকতসহ চারজনকে জুয়া খেলার সময় আটকের পর জুয়া আইনের ৩ এবং ৪ ধারায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে।