কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সাড়ে ৩ মাস পর বাড়ি ফিরেছে পাকুন্দিয়ার সেই যুবক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৫০ | পাকুন্দিয়া  


নিখোঁজ হওয়ার সাড়ে ৩ মাস পর বাড়ি ফিরেছে বিল্লাল নামের ২৪ বছরের মানসিক অসুস্থ সেই যুবক। দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে বেজায় খুশি তাঁর মা কুলসুম আক্তার।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে সে বাড়ি ফেরে। গত ১৭ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

বিল্লাল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

নিখোঁজের ঘটনায় গত ৫ জুলাই পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তাঁর মা কুলসুম আক্তার।

বিল্লাল নামের সেই যুবকের নিজে থেকে বাড়ি ফেরার তথ্য জানিয়েছেন তাঁর চাচাতো ভাই ফিরোজ আশরাফ শান্ত।

জানা গেছে, বিল্লাল নামের ওই যুবক মানসিকভাবে অসুস্থ। সে এলোমেলো ঘুরাফেরা করতো। গত ১৭ জুন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি বিল্লাল।

বিভিন্ন জায়গাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনও বন্ধ পাওয়া গিয়েছিল।

এদিকে ছেলেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানায় একটি জিডি করেন তার মা কুলসুম আক্তার।

বিল্লালের চাচাতো ভাই ফিরোজ আশরাফ শান্ত জানান, বিল্লাল নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাস পর নিজ থেকেই বাড়ি ফিরেছে। এসময় সে সীমান্তবর্তী এলাকায় চলে গিয়েছিল। জনৈক এক লোক তার বাড়িতে মাস খানেক রেখে চিকিৎসা সেবা দিয়েছেন।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুুরে সে নিজে থেকেই বাড়ি ফেরে। ছেলের বাড়ি ফেরায় বেজায় খুশি হয়েছেন মা কুলসুম আক্তার।

ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি ছেলের সন্ধানে পাগলপ্রায় হয়ে পড়েন। ছেলেকে ফিরে পেয়ে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর