কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বাল্য বিয়ে থেকে রেহাই পেলো স্কুল ছাত্রী

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৯ অক্টোবর ২০২০, শুক্রবার, ১০:৫২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান। স্কুল ছাত্রীর বাবা-মা এ ব্যাপারে মুচলেকা দিলে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পায় ওই স্কুল ছাত্রী।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান উপজেলার সাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে কনের বাড়িতে গিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করেন।

বাল্য বিয়ে থেকে রেহাই পাওয়া মেয়েটি গলাচিপা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে মেয়েটির বাড়িতে বাল্য বিয়ের আয়োজন চলছিল। বর পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৫)।

এ খবরে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান তাৎক্ষণিক কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, বাল্যবিয়েটি বন্ধ করে দেয়ার সময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা হয়।

পরে কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না বলে মেয়ের পিতা-মাতা মুচলেকা দেন।

হোসেনপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর