কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১৭ বছর পর হোসেন্দী আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৯ অক্টোবর ২০২০, শুক্রবার, ১০:৫২ | পাকুন্দিয়া  


১৭ বছর পর এই প্রথম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় হোসেন্দী উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল হক।

আওয়ামী লীগ নেতা মাইনুল হাসান সাবেরের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা, সাবেক পৌর কাউন্সিলর আসাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহারা খাতুন সাথী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, হোসেন্দী আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর, আমজাদ হোসেন সবুজ, শরীফুজ্জামান বকুল প্রমুখ।

কর্মী সভা শেষে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

আর এ কমিটি গঠনকে কেন্দ্র করে ঝিমিয়ে পড়া ও অভ্যন্তরীণ কোন্দলে দ্বিধাবিভক্ত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনেকটা প্রাণ ফিরতে শুরু করেছে। প্রতিটি ওয়ার্ডেও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে।

এর আগে ২০০৩ সালের জুন মাসে ফজলে রাব্বী কলিন্সকে সভাপতি ও শাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করে উপজেলা আওয়ামী লীগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর