কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

 আমিনুল ইসলাম বাবুল | ১২ অক্টোবর ২০২০, সোমবার, ১২:৫২ | রাজনীতি 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ অক্টোবর ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এর যৌথ স্বাক্ষরিত নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী শরীফুল মাহমুদ শোয়েবের মাধ্যমে তাড়াইলে গণমাধ্যমকর্মীদের কাছে অনুমোদিত আহ্বায়ক কমিটি পাঠানো হয়।

উপজেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ২,৩,৪ ও ৫ এর যৌথ স্বাক্ষরে ইউনিয়ন কমিটি অনুমোদিত হবে বলে কমিটির অনুমোদন পত্রে উল্লেখ করা হয়।

সূত্র মতে, তাড়াইল উপজেলা বিএনপি’র কমিটির বিলুপ্ত করে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. ছাইদুজ্জামান মোস্তফাকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী কতদিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে তা নির্দেশনা দেয়া হয়নি।

আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক ১৫ জন। তাঁরা হলেন- মো. সারোয়ার হোসেন লিটন, মো. অবদুল হাই আজাদ, হাজী শরীফুল মাহমুদ শোয়েব, মো. আব্দুল হাকিম রানা, মো. বজলু রহমান, মো. সারোয়ার আলম, সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, শরীফ আহমেদ আলেক, মো. আব্দুল কাইয়ুম খান রোমান, মো. শফিকুল ইসলাম দানু, মো. মজিবুর রহমান স্বপন, মো. সালাহ উদ্দিন খান ছোটন, মো. কামাল উদ্দিন শাহজাহান, মো. ফিরোজ খান লিটন ও মো. রকিবুর রহমান খান রোজন।

অন্য ৫৫ জন সদস্য হলেন, মো. মাহফুজ কাদের টিপু, অ্যাডভোকেট মো. শাহরিয়ার খান, মো. মাজহারুল ইসলাম মুকুল, মো. আখলাকুল ইসলাম অংকুর, নূর শরীফ উদ্দিন ভূঁইয়া জুয়েল, মো. নাজমুল হক কেনু, মো. নজরুল ইসলাম, মো. মামুন হাসান, ওমর ফারুক কাঞ্চন, মো. আবুল হাসান রতন, মো. মাফিজ উদ্দিন, মো. বায়েজিদ ভূইয়া, মো. তাজুল ইসলাম তনু, মো. নজরুল ইসলাম, মো. আলা উদ্দিন হীরা, মো. ফখরুজ্জামান ফখর, মো. শফিকুল ইসলাম কাজল, মো. সাফিক মিয়া, মনিরুজ্জামান চাঁন মিয়া, এরশাদ উদ্দিন, মো. সাইফুল ইসলাম ভূঞা, মো. আকবর হাসান, মো. কবির উদ্দিন ভূঞা, মীর আব্দুল জব্বার ডেন্ডু, মো. আমিনুর রহমান ভূঞা, শওকত হোসেন বিপ্লব, মো. মজিবুর রহমান গাজী, মো. কাজিম উদ্দিন কাজিম, মো. নুরুজ্জামান ভূঞা রফিক, মো. আবুল হাশেম ভূঞা খসরু, মো. হাজেরা আক্তার, মো. সেলিম মাস্টার, মাজহারুল ইসলাম রোমান, সৈয়দ আবদুল মোমিত শোয়েব, মো. রতন মিয়া, আতহার আলী নয়ন, মো. রুপ্তন মিয়া, আবদুস ছাত্তার ভূঞা, আবদুর রাজ্জাক ভূঞা, মো. গিয়াস উদ্দিন, তাজুল ইসলাম নাসির, মো. মাহবুব রহমান, মো. মিজানুর রহমান মিজান, মোছা. দিলোয়ারা আক্তার, রবিউল হক সবুজ, মো. ফরিদ মিয়া, কাজী মো. ওয়ালী উল্লাহ ওলী, মনিরুজ্জামান রিপন, মো. নজরুল ইসলাম, মো. সোলাইমান, মো. মাসুদ মিয়া, তারেক মাহমুদ সোহাগ, মো. মামুন ভূঞা, মো. আবদুর রহিম মেম্বার ও শওকত মিয়া।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর