কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

 মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর | ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৬:৪১ | হোসেনপুর 


সাভারের নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, কিশোরগঞ্জে শিশু ধর্ষণসহ সারাদেশে নারী ও কন্যা শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ, হোসেনপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এতে সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণিপেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা পরিষদের সভাপতি বেগম জিন্নাত আক্তার।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলী, উপজেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক বদরুন্নাহার লায়লা, লিগ্যাল এইড সম্পাদক বীথি রানী মোদক, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আল আমিন অপু, নারী নেত্রী কানিজ ফাতেমা জেসমিন, রত্না বেগম প্রমুখ।

মানববন্ধন চলাকালে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গীতা রানী ঘোষ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর