কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় ছেলের সামনে বাবাকে পিটিয়ে হত্যা, আটক ১

 স্টাফ রিপোর্টার | ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ৫:২৪ | ইটনা  


কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মাছ ধরার একটি ছোট নৌকাডুবির ঘটনাকে কেন্দ্র করে গাজী মিয়া (৬৫) নামে আরেকটি নৌকার মাঝিকে তার ছেলের সামনে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইটনা নতুন বাজার ও পুরাতন বাজারের মধ্যবর্তী স্থানের ধনু নদীতে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত গাজী মিয়া ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মো. মহসিন মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে। সে ইটনা বড়হাটির মহরম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিজার্ভ ভাড়ায় যাত্রী নিয়ে তাড়াইল থেকে ইটনায় ফিরছিলেন গাজী মিয়া। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইটনা নতুন বাজার এলাকা অতিক্রম করার পর পরই গাজী মিয়ার নৌকাটি মাছ ধরার একটি ছোট নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায় ও কিছু ক্ষয়ক্ষতি হয়।

এ সময় মাছ ধরার নৌকাটির মো. মহসিন মিয়া ও তার সাথে থাকা ৫/৬ জনের দলটি গাজী মিয়ার নৌকায় ওঠে তাকে বেদম মারপিট শুরু করে।

মারপিট করার সময় নৌকায় থাকা গাজী মিয়ার ছেলে লিটন মিয়া ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি পিতার প্রাণভিক্ষা চেয়েও তাদের নিবৃত্ত করতে পারেনি। এক পর্যায়ে তাদের পিটুনীতে নৌকাতেই লুটিয়ে পড়েন গাজী মিয়া।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে দাফন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. মহসিন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

এছাড়া এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর