কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

 মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর | ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ২:০২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের এই ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমানের সভাপতিত্বে বিজ্ঞান অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রিফাত শাহরিয়ার, ইডুস্মার্ট এর সিইও জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।

বিজ্ঞান অলিম্পিয়াড সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।

এর আগে উপজেলার স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর