কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া বাগপাড়ায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের সভাপতি মো. ফারুকুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. রতন মিয়ার পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন মাড়াই কল ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী মো. আল আমিন ও আলফা সকার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আকরাম হোসেন।
মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, কিং স্টার, বারিক ইছামউদ্দিন স্মৃতি সংসদ, রুমেল স্পোর্টিং ক্লাব, ফারুক স্মৃতি সংসদ, বয়লা স্পোর্টিং ক্লাব, মধ্য কলাপাড়া স্পোর্টিং ক্লাব, জাগরণ স্পোর্টিং ক্লাব, ফুটন্ত কলি স্পোর্টিং ক্লাব, গাইটাল নামাপাড়া এফসি, বন্ধুমহল, রক্ত কনিকা ব্লাড ডোনার ক্লাব, গুলশান মোড় ফুটবল একাদশ, দুরন্ত ক্রীড়া চক্র, স্বপ্নের পথে যুব সংঘ, কানিকাটা জুনিয়র স্পোর্টিং ক্লাব ও গাছবাজার স্পোর্টস একাডেমি।
উদ্বোধনী দিনের খেলায় কিং স্টার বনাম বারিক ইছামউদ্দিন স্মৃতি সংসদ অংশ নেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে কিং স্টার একাদশের প্রথম শট লক্ষ্যভ্রষ্ট হলে বারিক ইছামউদ্দিন স্মৃতি সংসদ গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। কিং স্টার একাদশের দ্বিতীয় শটও লক্ষ্যভ্রষ্ট হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বারিক ইছামউদ্দিন স্মৃতি সংসদ।
অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার আব্দুল আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম, হাজ্বী তৌফিকুল ইসলাম নভেল প্রমুখ ছাড়াও কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলার শুরুতে প্রধান অতিথি মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। টুর্নামেন্টকে উপলক্ষ করে খেলার মাঠসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা উদ্বোধনী খেলা উপভোগ করেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাদিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।