কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বড়িবাড়ি ইউপি উপ-নির্বাচনে ধন মিয়া চেয়ারম্যান নির্বাচিত

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২১ অক্টোবর ২০২০, বুধবার, ১২:১৭ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের উপ-নির্বাচনে এক হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. নাজমুল আলম ধন মিয়া (নৌকা)।

মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত উপ-নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী, মো. নাজমুল আলম ধন মিয়া (নৌকা) তিন হাজার ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি প্রার্থী সোহরাব হোসেন মীর (ধানের শীষ) পেয়েছেন এক হাজার ৪৩৯ ভোট।

বড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিনজন প্রার্থীর মধ্যে আবুল হাশেম বিপুল (চশমা) পেয়েছেন ৪৪৪ ভোট, রিপন চন্দ্র বর্মন (মোটর সাইকেল) পেয়েছেন ১৩ ভোট এবং মিলন মিয়া (আনারস) পেয়েছেন ১০ ভোট।

রিটার্নিং অফিসার ফরিদ আহমেদ জানান, বড়িবাড়ি ইউনিয়নের উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩৯২ জন। তাদের মধ্যে ৫ হাজার ২৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৫ হাজার ১৮৯টি ভোট বৈধ ও ৬১টি ভোট অবৈধ (বাতিল) হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫.৯০।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত বড়িবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থী মো. নাজমুল আলম ধন মিয়া (নৌকা)। নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ ভূঞা (চশমা)।

নির্বাচনে মো. আব্দুর রউফ ভূঞা (চশমা) পান দুই হাজার তিন ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মো. নাজমুল আলম ধন মিয়া (নৌকা) পান দুই হাজার দুই ভোট।

ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী পূর্ববর্তী চেয়ারম্যান মো. হারিছ উদ্দিন (ধানের শীষ) এক হাজার ৪৭২ ভোট ও আওয়ামী লীগের অপর বিদ্রোহী মো. আবদুছ ছাত্তার (আনারস) এক হাজার ৪২২ ভোট পান।

তখন মাত্র এক ভোটের পরাজয়ে দারুণভাবে মর্মাহত হন আওয়ামী লীগ প্রার্থী মো. নাজমুল আলম ধন মিয়া’র সমর্থকেরা।

গত ২১ জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বড়িবাড়ি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ ভূঞা। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

উপ-নির্বাচনে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পান মো. নাজমুল আলম ধন মিয়া। মঙ্গলবার (২০ অক্টোবর) সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ প্রার্থী মো. নাজমুল আলম ধন মিয়া সহজ জয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর