কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আইপিএল জুয়ার আড্ডায় অভিযান, ১৩ জনের জেল-জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৩১ অক্টোবর ২০২০, শনিবার, ১২:৫৪ | অপরাধ 


আইপিএল ক্রিকেট আসরকে ঘিরে কিশোরগঞ্জে সংঘটিত এক জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ১৩ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ শহরের হারুয়া চৌরাস্তা মোড় এলাকায় পরিচালিত অভিযানে এই জেল-জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত আটক ১৩ আইপিএল জুয়াড়ির মধ্যে ১০ জনকে ৫ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে একশ’ টাকা করে জরিমানা করেন।

অভিযানে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন উপস্থিত ছিলেন।

র‌্যাব ও পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরের হারুয়া চৌরাস্তার মোড় এলাকায় আইপিএল, ২০২০ কে কেন্দ্র করে জুয়ার আড্ডা বসার খবরে ওই জুয়ার আড্ডায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় জুয়ার আড্ডা থেকে র‌্যাব ও পুলিশের সহায়তায় ১৩ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত ১০ জনকে ৫ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে একশ’ টাকা করে জরিমানা করেন।

বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী তাদের এই জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর