কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

 স্টাফ রিপোর্টার | ১ নভেম্বর ২০২০, রবিবার, ১:০৫ | কিশোরগঞ্জ সদর 


‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে জনগণের প্রত্যাশিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের গৌরাঙ্গ বাজারে অনলাইন সংবাদপত্র কিশোরগঞ্জ নিউজ অফিসে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় একযোগে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া।

এতে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর।

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী এম এ কাইয়ূম আকন্দ, অর্থ সম্পাদক মো. ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর