কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাল্যবিয়ে, বরের মাকে ৩০ হাজার টাকা জরিমানা

 মো. তরীকুল হাসান, পাকুন্দিয়া | ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৫৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিয়ে করানোর অপরাধে বাল্যবিয়ের বরের মা নাসিমা খাতুন ওরফে বেগম (৪৫) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডে দণ্ডিত নাসিমা খাতুন ওরফে বেগম উপজেলার কুড়তলা গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কুড়তলা গ্রামের নাসিমা খাতুন ওরফে বেগম ও কুদ্দুস দম্পতির ছেলে কাশেম ওরফে রাজিব এর সাথে পোড়াবাড়িয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে সম্পন্ন হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান বর ও কনের বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরের মা নাসিমা খাতুন ওরফে বেগমকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নাসিমা খাতুন ওরফে বেগমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর