কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় এমপি তৌফিকের কাছ থেকে বিনামূল্যে ধানের বীজ পেলেন ৫শ’ প্রান্তিক কৃষক

 স্টাফ রিপোর্টার | ৪ নভেম্বর ২০২০, বুধবার, ৮:১২ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় ৫শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড হীরা ধান-৬ এর বীজ বিতরণ করেছেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এসব বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের ব্যবস্থাপনায় ও ইটনা উপজেলা কৃষকলীগের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষকনেতা আবুল হোসেন।

ইটনা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

ইটনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা কৃষকলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এস এম আলমগীর, সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর