কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার সুখিয়া ইউপির নবনির্মিত ভবন উদ্বোধন

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৭:৫৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবনির্মিত সুখিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এ উপলক্ষে সুখিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুখিয়া ইউপি চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু।

উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন তালুকদার বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশিদ জুয়েল, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার বেগম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুল হক সেলিম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, আবুল কালাম আজাদ, ইউপি সদস্য এরশাদ উদ্দিন প্রমুখ।

এ সময় সাবেক সিভিল সার্জন ডা. একেএম শহীদুল্লাহ, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ও কিশোরগঞ্জ এলজিইডির বাস্তবায়নে এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে সুখিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি নির্মিত হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর