কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলের তরুণ ব্যবসায়ী মুসা সোহেলের ইন্তেকাল, দাফন সম্পন্ন

 আমিনুল ইসলাম বাবুল | ৬ নভেম্বর ২০২০, শুক্রবার, ৪:৩৯ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে অবস্থিত দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ীক অংশিদার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মুসা সোহেল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি হৃদরোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকগণের চিকিৎসাসেবা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি উপজেলার সাচাইল গ্রামের মরহুম আবদুল ওয়াহাব সন্তোষ ডিলারের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, তিন বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমআ উপজেলা সদরে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন তাড়াইল বাজার বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. এমদাদুল্লাহ।

জানাজা শুরুর আগে মুসা সোহেল এর রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ আলম ঝিনুক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ও হাড় জোড়া বিশেষজ্ঞ ডা. মো. মমিনুল হক মমিন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বদরুল  হাসান রনি, মেডিকেল অফিসার ডা. মো. ফিরোজ মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী মো. শরীফুল মাহমুদ শোয়েব, মো. সারোয়ার আলমসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে স্থানীয় তাড়াইল-সাচাইল গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর