কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বজ্রপাত রোধে কটিয়াদীতে তালবীজ রোপণ

 স্টাফ রিপোর্টার | ৮ নভেম্বর ২০২০, রবিবার, ৪:১৫ | কটিয়াদী 


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষে প্রাকৃতিক দূর্যোগ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কিশোরগঞ্জে কটিয়াদীতে তালবীজ রোপণ করা হয়েছে। কটিয়াদী-মানিকখালী সড়কে ডাঙ্গীর পুল সংলগ্ন রাস্তার দুইপাশে এসব তালবীজ রোপণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র মুমুরদিয়া ইউনিয়ন শাখা এ উদ্যোগ নেয়।

এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, যুবনেতা শাফায়েত উল্লাহ টিটু, সুকান্ত রায়, রক্তদান সমিতি'র মুমুরদিয়া ইউনিয়ন শাখা সংগঠক ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, শফিকুল ইসলাম রাব্বী, তানভীর তাহসীন অন্তর, নোভেল আহমেদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মাঝে রক্তদান সমিতি'র সদস্য তন্ময় আহমেদ, বদরুল আলম, সজিব ইবনে সাঈদ, অনু দেবনাথ, রতন মিয়া, রাসেল আহমেদ, আসাদুজ্জামান সাজন, সাফাত ইসলাম দিহান, জুনায়েদ, সুজিৎ, নাঈম, তোজাম্মেল হক রকি, আরমান, সজিব, সিদ্দিক, তরীকুল ইসলাম, পিয়াস, মুন্না, কবির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর