কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে শিক্ষক নেতা ফরহাদের উপর হামলার প্রতিবাদে তাড়াইলে মানববন্ধন

 আমিনুল ইসলাম বাবুল | ৮ নভেম্বর ২০২০, রবিবার, ৪:৪৪ | তাড়াইল  


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদ এর উপর সন্ত্রাসী হামলা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন তাড়াইল উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, তাড়াইল উপজেলা শাখার আয়োজনে রোববার (৮ নভেম্বর) দুপুরে তাড়াইল-ময়মনসিংহ সড়কের পাশে উপজেলা পরিষদের গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বরাবর তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ এর কাছে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে তাড়াইল উপজেলার শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. শামছুল হক ফরহাদ এর উপর সন্ত্রাসী হামলাকারী নিকাহ্-রেজিষ্টার তাজুল ইসলাম মারুফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শেখ (টিটু) এর সভাপত্বিতে সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হাজী মো. সুলতান উদ্দিন ভূঞা, মো. আবু মোস্তাক, শংকর চন্দ্র দেবনাথ, শাহ্ আলম, দিলীপ চন্দ্র দেবনাথ, সৈয়দা রোকসানা ফেরদৌসী, সুফিয়া আক্তার, রেহেনা আকাতার, সহকারী শিক্ষক মো. জিয়াউল হক, মো. আসাদুজ্জামান মামুন, মো. মাহবুবুর রহমান, হাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান কবির, কেশব পাল প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর  চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুল হক ফরহাদ করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও বিভিন্ন তদন্ত প্রতিবেদন সর্ম্পকে আলোচনার সময় তাজুল ইসলাম মারুফ অফিসের কক্ষে-ই শামছুল হক ফরহাদ উপর হামলা করে ও তাকে গুরুতরব আহত করে। কোন একটি শিক্ষক নিয়োগকালিন সময়ে শামছুল হক ফরহাদ বালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।

এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত আসামিকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর