কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কন্যা সন্তান প্রসব করল সেই কিশোরী, মিলেনি পরিচয়

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ নভেম্বর ২০২০, রবিবার, ১১:১৩ | পাকুন্দিয়া  


কন্যা সন্তানের মা হয়েছে পরিচয় না পাওয়া মানসিক ভারসাম্যহীন ১৪ থেকে ১৫ বছর বয়সী সেই কিশোরী। রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় কন্যা সন্তান প্রসব করে সেই কিশোরী।

এমন তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

ওই কিশোরী ও নবজাতক কন্যা সন্তান উভয়ই সুস্থ আছে বলেও তিনি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ জানান, গত ২৯ অক্টোবর থেকে পরিচয় না পাওয়া মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। সে অন্ত:সত্ত্বা ছিল।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ দেখা দেয়। হাসপাতালের গাইনী চিকিৎসক তাকে দেখেন এবং কিশোরীর বয়স কম বিধায় কিশোরী ও তার অনাগত সন্তানের সার্বিক দিক বিবেচনা করে ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় স্বাভাবিক প্রক্রিয়ায় কন্যা সন্তান প্রসব করে সে। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসীন ওই কিশোরীর সার্বিক খোঁজখবর রাখেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন।

পরিচয় না পাওয়া ওই কিশোরীকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর