কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ১০০ প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ দিয়েছে কৃষকলীগ

 স্টাফ রিপোর্টার | ৯ নভেম্বর ২০২০, সোমবার, ৭:১৫ | হোসেনপুর 


‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এই স্লোগানে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড হীরা ধান-৬ এর বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকালে জেলা কৃষকলীগের ব্যবস্থাপনায় ও হোসেনপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বিনামূল্যে ধানের বীজ তুলে দেয়া হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কৃষকবন্ধু আনোয়ার হোসেন বাচ্চু।

হোসেনপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আকতার হোসেন দুলালের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সদস্য আরিফুল হক খান প্রমুখ।

বীজ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বিনামূল্যে ধানের বীজ পেয়ে প্রান্তিক কৃষকেরা আনন্দিত হন। এতে তারা উপকৃত হবেন জানিয়ে কৃষকলীগের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর