কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে অতিথি পাখি নিধন রোধে জনসচেতনতামূলক সভা

 স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৭:৫৫ | কটিয়াদী 


পরিবেশের ভারসাম্য রক্ষায় শীতের মৌসুমে অতিথি পাখি নিধন রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, করগাঁও ইউপি চেয়ারম্যান শরাফত লস্কর পারভেজ, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল হায়দার টিটু, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।

কিশোরগঞ্জ এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দেবনাথ প্রমুখ।

বক্তাগণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে শীতে হাওর এলাকায় আগত অতিথি পাখি যেন কেউ শিকার না করে এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন।

যদি কোন শিকারীকে পাখি শিকার করতে দেখা যায় তাহলে বনবিভাগ বা উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় ইউপি সদস্য, রাজনীতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর