বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন।
এতে উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ, নারান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহার হোসেন, সুখিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাসার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন চরফরাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল্লাহ।
পরে নেতাকর্মীদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।