কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে কাজ না করে আত্মসাত, ইউপি সদস্য খাইরুল সাময়িক বরখাস্ত

 স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ | ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার, ৬:৩৪ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে কাবিখা প্রকল্পের কাজ না করে আত্মসাত, ভূয়া মাষ্টাররোল তৈরির মাধ্যমে অর্থ আত্মসাত এবং বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরের কাবিখা প্রকল্পের কাজ না করে ৩.৫ মে.টন খাদ্যশস্য আত্মসাত, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শ্রমিক দিয়ে না করে ভেকু দ্বারা মাটি কেটে ভূয়া মাষ্টাররোল তৈরির মাধ্যমে অর্থ আত্মসাত ও মৌসুমি উফসী আউশ ধান উৎপাদন প্রকল্পের বীজ ও সার বিতরণের অনিয়ম তদন্তে প্রমাণিত হয়েছে।

তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য (সাময়িক বরখাস্ত) খাইরুল ইসলামের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর