কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বজ্রপাত রোধে কটিয়াদীতে তালবীজ রোপণ

 স্টাফ রিপোর্টার | ১৮ নভেম্বর ২০২০, বুধবার, ৬:৫২ | কটিয়াদী 


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষে প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কিশোরগঞ্জের কটিয়াদীতে তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র উদ্যোগে বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর-দশপাখি সড়কের দুইপাশে তালবীজ রোপণ করা হয়।

এ সময় জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঞা লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুকুল, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, রক্তদান সমিতি'র সদস্য- প্রবাসী হাদিউল ইসলাম রোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হাসমী মুন্না, সমাজসেবক কামাল হোসেন, শিক্ষক সুমন বাপ্পী, মো. সেলিম, ক্রিকেটার আরিফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, তাজুল ইসলাম হিমেল, শাহজাহান হৃদয়, আবুল হোসেন, তৌহিদুল ইসলাম, শহিদুল্লাহ, নজরুল ইসলাম, রোবেল, রাসেল, নাজমুল হক অর্ণব, শাহরিয়ার মাসুম, ফজলে রাব্বী, ফাহিম, বাপ্পী, শ্রাবণ, নাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে দুই শতাধিক তালবীজ রোপণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর