কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সড়ক দুর্ঘটনায় নিহত এসআই পার্থ রায় চৌধুরী স্মরণে ইটনায় শোক র‌্যালি-সমাবেশ

 স্টাফ রিপোর্টার | ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ৫:৫২ | ইটনা  


কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কিশোরগঞ্জের ইটনা থানার এসআই পার্থ রায় চৌধুরী নিহত হওয়ায় ইটনায় শোক র‌্যালি ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ইটনা থানার আয়োজনে উপজেলা সদরে এই শোক র‌্যালি ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত শোক র‌্যালিতে ইটনা থানায় কর্মরত পুলিশ সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

শোক র‌্যালিটি ইটনা বাজার প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে শোক সমাবেশে মিলিত হয়।

শোক সমাবেশে সভাপতিত্ব করেন ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম।

এতে বক্তব্য রাখেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খোরশেদ উদ্দিন ঠাকুর, ইটনা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর প্রমুখ।

বক্তারা এসআই পার্থ রায় চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলায় মামলার সাক্ষী দিতে গিয়ে গত ১৭ নভেম্বর সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ইটনা থানায় কর্মরত এসআই পার্থ রায় চৌধুরী (৪৩)। ওইদিন সকাল পৌনে ১০টার দিকে মোটর সাইকেলযোগে আদালতে যাওয়ার পথে খাগড়াছড়ি পার্বত্য জেলার গোগড়াছড়ি হাইওয়ে রোডে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে গুরুতর আহত হলে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এসআই পার্থ রায় চৌধুরী রাঙ্গামাটি জেলার আনন্দ বিহার এলাকার মৃত আশুতোষ রায় চৌধুরীর ছেলে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এসআই পার্থ রায় চৌধুরী মৃত্যুবরণ করায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর