কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সমাপনী

 স্টাফ রিপোর্টার | ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ১১:১৬ | খেলাধুলা 


কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শেষ হলো মাসব্যাপী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ। শুক্রবার (২০ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এবং বাংলাদেশ কুংফু এ্যাসোসিয়েশন এর সভাপতি শিফু দিলদার হাসান দিলু।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর নির্দেশনায় সারা দেশে আত্মরক্ষার কৌশল শেখানো এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কুংফু এ্যাসোসিয়েশন। তাদের সহযোগিতায় ধর্ষণ, ইভটিজিং এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিশোরগঞ্জ জেলায় মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

গত ২৪ অক্টোবর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। এই প্রশিক্ষণে ১০৭ জন বালক এবং ১১২ জন বালিকা সহ মোট ২১৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

প্রশিক্ষক হিসেবে সার্বিক সহযোগিতা করেন ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার কিশোরগঞ্জ জোন এর কোচ রুহুল আমিন।

এই আয়োজনে বালক বিভাগে সেরা হয়েছেন খাইরুল ইসলাম ত্বকী এবং বালিকা বিভাগে সেরা হয়েছেন তাহইয়াতুন নাহার যুথি।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়া প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, বাংলাদেশ কুংফু এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান, কোষাধ্যক্ষ তারিক ইসমাইল এবং ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ডকাপে প্রথম বাংলাদেশী হিসেবে ব্রোঞ্জ পদক প্রাপ্ত খেলোয়াড় শাহ আলম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর