বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে পৌরসদরের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মো. দুলাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. বোরহান উদ্দিন, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মো.আসাদ মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. নাজমুল হক দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই কর্মী সমাবেশকে ঘিরে নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে জড়ো হয়।
নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে কর্মী সভা বিশাল জনসভায় পরিণত হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।